LeafBardoli Welfare Society

Together, We Build Better Futures

LeafBardoli Welfare Society

Together, We Build Better Futures


About Us

Bardoli Welfare Society

Takes a pledge to give proper care and affection to these people as they are also human beings, not just an object which we can throw out of the society.

The main function of our society is to settle down the target people and their lives which is oriented by today’s economic system and also with basic healthcare. Moreover, we are working for women empowerment and rural artisans to restore our heritage and the people who are managing their survival from this.

Empowerment

Encourage self-reliance

Sustainability

Promote eco-friendly practices
Bardoli Welfare Society is Registered With Registrar of Societies and the type of NGO is Registered Societies (Non-Government) under the Act name MP SOCIETY REGISTRATION ACT 1973 44. The Registration No is 04/15/08/11513/10 and the date is 15-01-2010. The city and state of registration are Katni and Madhya Pradesh. The Unique Id of VO/NGO of Bardoli Welfare Society is MP/2016/0108789. We have certificates on 12A, 80G and FCRA certificates and IEC, DCH empanelment.

Our Projects

Our Venturs

Health Camp

Programs focused on health & Safety


Our Strengths

Our focus areas

Our work spans a wide range of areas including skill development, education, livelihood development, employment generation, sanitation, women’s welfare, agriculture, health and hygiene, menstrual awareness, youth and sports, differently-abled welfare, and elderly welfare.

27+

Years of experience

01

Our Mission

Bardoli Welfare Society wants empowerment of all sections of the people in general and the poor and disadvantaged section in

02

Our Vision

Bardoli Welfare Society wants empowerment of all sections of the people in general and the poor and disadvantaged section in

03

Our Objective

Broad objectives of the organization is to facilitate the specially abled, the poor and the dis-advantaged section of population

নবদুর্গা ও নয়টি সম্পর্ক : সংসারের শক্তি ও সন্তান প্রতিপালনের আধ্যাত্মিক সূত্র

✍️ ড. নবীন আনন্দ জোশী

নবরাত্রি কেবল নয় দিনের উৎসব নয়, বরং নয়টি শক্তির উপাসনা এবং জীবনে তাদের প্রত্যক্ষ উপলব্ধির এক দিবার সুযোগ। আমরা যখন মা দুর্গার নয়টি রূপের আরাধনা করি, তখন আসলে আমরা জীবনের সেই নয়টি পবিত্র নারী-সম্পর্ককে বন্দনা করি, যাঁরা সংসারের আসল অক্ষ।

এই সম্পর্কগুলো কেবল সামাজিক বন্ধন নয়, এগুলো হলো সন্তানের প্রতিপালন, সংস্কার গঠন এবং ব্যক্তিত্ব বিকাশের অদৃশ্য অথচ বিশাল শক্তি।

মা জীবনের প্রথম দেবী। তাঁর কোলই প্রথম মন্দির, তাঁর মমতাই প্রথম আশীর্বাদ। মা জীবন দেন, সংস্কার দেন, আর বাঁচার শিল্প শেখান।
মায়ের কাছ থেকে সন্তান ধৈর্য, স্থিরতা এবং প্রত্যেক চ্যালেঞ্জের মুখোমুখি হবার শক্তি পায়। মায়ের ভালবাসা ও শিক্ষার মধ্য দিয়ে তৈরি সংস্কারই সন্তানের ব্যক্তিত্বের অটুট ভিত।

বোন আত্মীয়তা ও নিঃস্বার্থ ভালবাসার প্রতীক। ভাই-বোনের পবিত্র বন্ধন সন্তানের মনে সমতা, অংশীদারিত্ব ও সংবেদনশীলতার বীজ বপন করে। বোনের কাছ থেকে শেখা আস্থা ও সহনশীলতা সারাজীবন সামাজিক দক্ষতা এবং আবেগী প্রজ্ঞার ভিত্তি হয়ে ওঠে।

কন্যা সংসারের গৌরবময় লক্ষ্মী। সে কোমলতা ও শক্তি—উভয়েরই ভারসাম্য শেখায়। তাঁর প্রতিপালন থেকে সংসারে লিঙ্গসমতা, সম্মান ও আধুনিক মূল্যবোধ সুদৃঢ় হয়।

ননদ নতুন সম্পর্কের সেতু। বোনের মতো স্নেহ ও আস্থা এনে বৈবাহিক জীবনে মাধুর্য যোগায়। ননদ সন্তানদের অভিযোজন এবং গ্রহণযোগ্যতার পাঠ শেখায়।

পিসি (বুআ) পিতৃপক্ষের মর্যাদা ও সংস্কৃতির ধারক। তিনি সংসারে পিতৃসুলভ আবেগ নিয়ে ঐতিহ্য ও মূল্যবোধ শেখান। সন্তানের হৃদয়ে পারিবারিক গৌরব, সাংস্কৃতিক পরিচয় এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার বীজ বপন করেন পিসি।

ভাবী কেবল বড় ভাইয়ের স্ত্রী নন, তিনি সংসারের নতুন শক্তি ও সৌহার্দ্যের বাহক। মা-এর মতো স্নেহ দিয়ে তিনি সন্তানকে বিস্তৃত পারিবারিক ভালবাসা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করান। ঐতিহ্য ও নতুনতার মধ্যে সেতুবন্ধন হয়ে ভাবী সন্তানকে সহযোগিতা ও পরিবর্তনের সঙ্গে চলা শেখান।

মাসি ও মামী মা-এর ছায়া। তাঁরা মাতৃপক্ষের দেবী, যাঁরা সন্তানকে অতিরিক্ত মমতা ও আবেগী নিরাপত্তা দেন। তাঁদের স্নেহে সন্তান কেবল বিশ্বাসই পায় না, বরং বিস্তৃত পারিবারিক সহযোগিতার স্বাদও গ্রহণ করে।

দিদিমা ও ঠাকুমা যথাক্রমে মাতৃপক্ষ ও পিতৃপক্ষের মূল শিকড়। তাঁদের আশীর্বাদে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা সন্তানকে নৈতিক শিক্ষা, ধৈর্য এবং ঐতিহ্যের সম্মান শেখান। তাঁরা প্রজন্মের মধ্যে সেতু রচনা করেন।

কাকিমা ও ঠাম্মি (তাই) সম্পর্কগুলোতে মাধুর্য ও সৌহার্দ্য আনেন। তাঁরা সংসারকে ত্যাগ ও সংযম দিয়ে এক সূত্রে বাঁধেন। তাঁদের কাছ থেকে সন্তান সামষ্টিকতা, সহযোগিতা, বড়দের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহের অমূল্য পাঠ শেখে।

স্ত্রী – অর্ধাঙ্গিনী ও গৃহলক্ষ্মী। স্ত্রী কেবল জীবনসঙ্গিনী নয়, তিনি প্রত্যেক সুখ-দুঃখের সহচরী। গৃহলক্ষ্মী রূপে তাঁর সম্মানই নবরাত্রির প্রকৃত বার্তা। স্ত্রী দাম্পত্য জীবনে সমতা, সম্মান ও অংশীদারিত্বের আদর্শ স্থাপন করেন। যখন স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মানের উদাহরণ হন, তখন সন্তানরা সুষম ও সুস্থ সম্পর্কের বোধ গড়ে তোলে।

নবরাত্রি আমাদের শেখায়, দেবী কেবল মন্দিরে নন, সংসারের এই নয়টি সম্পর্কে সশরীরে বিরাজমান। মা ভিত গড়ে দেন, বোন সঙ্গী হয়, কন্যা গৌরব হয়, পিসি সংস্কার দেন, ভাবী সমন্বয় আনে, মাসি-মামী নিরাপত্তা দেন, দিদিমা-ঠাকুমা জ্ঞান দেন, কাকিমা-ঠাম্মি ঐক্য শেখান এবং স্ত্রী পূর্ণতা প্রদান করেন।

সন্তান প্রতিপালন আসলে এক আধ্যাত্মিক যজ্ঞ—আর এই নয়টি সম্পর্কের অর্ঘ্য দিয়েই সংস্কারিত, সুষম ও শক্তিশালী নাগরিক তৈরি হয়।

এই নবরাত্রিতে আমাদের সংকল্প হোক—আমরা সংসারের এই নয়টি শক্তিকে চিনব, তাঁদের সম্মান করব এবং দেবীরূপে পূজা করব।
এই হল প্রকৃত নবরাত্রির সাধনা, এই হল প্রতিপালনের আধ্যাত্মিক সূত্র।

জয় মা দুর্গা! জয় নবশক্তি!

✍️ ড. নবীন আনন্দ জোশী
E-100/22, শিবাজী নগর, ভোপাল
📞 9425018708

Our Activities

Together for Justice, Equality, and Hope.

Organic Services

Women’s Awakening Camp

Organic Services

Youth Training And Self-employment

Organic Services

Pradhan Mantri Swarozgar Yojana

OUR ACHIVMENTS

Vocational Training

Handicrafts Training

Health Camps

Join Us

Bardoli Welfare Society is a registered non-profitable, non-political, non-sectored, secular, voluntary organization in Katni, Madhya Pradesh. We are very much active in social service sectors as we work as an NGO.. If you think we are doing something great for the people and for society, then support our cause. You can also join us by being a volunteer in our NGO.


Dedicated Green Team

Our Members

Ramlakhan Choudhary

Ramlakhan Choudhary

Chairman, Chief Functionary

Deepa Ahirwar

Deepa Ahirwar

Secretary

Ramlakhan Choudhary

Maya Gupta

Treasurer

Ramlakhan Choudhary

Ravikant Rai

Vice President
Ramlakhan Choudhary

Poonam Kol

Vice-Secretary

Deepa Ahirwar

Roopa Barman

Member

Ramlakhan Choudhary

Varsha Rai

Member


Our Testimonials

Hear what our beneficiaries say

Chairman’s Message

Ramlakhan Choudhary

It gives me immense pride to share the journey of Bardoli Welfare Society. Since its inception, our mission has been to empower the underprivileged through education, health, skill development, and women’s empowerment. We believe true progress lies in self-reliance, awareness, and dignity of every individual. With the support of our dedicated team and well-wishers, we have transformed many lives across rural and remote areas. Together, we will continue striving to build a stronger, healthier, and self-dependent society for future generations.

Ramlakhan Choudhary